Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল মুজিবনগর দিবস পালন করবে দোহার বাংলাদেশ দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক 'মুজিবনগর দিবস' পালন করবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন দূতাবাসের প্রধান সচিব ও দূতাবাস প্রধান মো. মাহবুব রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ১০ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী করে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়।

১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাকনে এই সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় অর্জন করে।

দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিকাল ৩টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত, ৩টা ১৫ মিনিটে মুজিবনগর সরকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৩টা ৪৫ মিনিটে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং ৪টায় দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনাসভা।

অনুষ্ঠানে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ করার আহ্বান করা হয়েছে।

Bootstrap Image Preview