Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে ঘোষিত হয় ইংল্যান্ড বিশ্বকাপের স্বপ্নের স্কোয়াড।

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের এই দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের জন্য টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা,  লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফউদ্দীন, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান, রুবলে হোসেন মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান রুমান্না ও মোসাদ্দেক হোসেন সৌকত

এছাড়া আয়ারল্যান্ড সফরে বাড়তি দুই ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা হলেন ঘরোয়া লিগে দুদান্ত ফর্মে থাকা ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসান।

আইসিসি বেধে দেওয়া সময় ২৩ মে এর আগে  বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন করার সুযোগ রয়েছে। তার মানে প্রতিযোগী ১০ দল যে খেলোয়াড় তালিকাই ঘোষণা করুক না কেন, কোনো অনাহুত ও অনাকাঙ্ক্ষিত ইনজুরি ছাড়াও ২২ মে পর্যন্ত ওই দলে রদবদল করা যাবে।

Bootstrap Image Preview