Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রায় একই সময়ে জেরুজালেমে আল-আকসা মসজিদ এবং প্যারিসে নটরডেম গির্জায় আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১১:৫৮ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০১:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটরডেম গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক এর কিছুক্ষণ পর জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে আগুন লাগার খবর পাওয়া গেছে।

সোমবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে ওই আগুনের সূচনা হয়। এর কিছুক্ষণ পর জেরুজালেমে আল-আকসা মসজিদ আগুন।

আল-আকসা মসজিদের একজন গার্ড আন্তার আল-হামাউয়ির বরাত দিয়ে দ্য নিউ আরব জানিয়েছে, মারওয়ানি নামাজ কক্ষের বাইরে গার্ডদের রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জেরুজালেমে ইসলামিক ওয়াকফ বিভাগের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে সাড়ে আটশ বছরের পুরনো নটরডেম গির্জায় ভয়াবহ আগুন লাগে। 

ভবনটির চিলেকোঠা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছে ফরাসি দৈনিক লা মনদে। এরপর আগুন ঐতিহাসিক ভবনটির ছাদের ব্যাপক অংশে ছড়িয়ে পড়ে।

আগুন ধরার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে গির্জাটির সংস্কার চলছিল এবং তার সঙ্গে এ আগুনের সম্পর্ক থাকতে পারে বলে প্যারিসের কর্মকর্তারা জানিয়েছেন।

গির্জার এক মুখপাত্র জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ভবন থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ভবনের আশেপাশের এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।

Bootstrap Image Preview