Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যে পরিসংখ্যানে পন্তকে টপকে বিশ্বকাপের দলে কার্তিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


সোমবার বিশ্বকাপের আসরের তৃতীয় দল হিসেবে দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত দলে ধোনির বিকল্প উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক। যদিও দল ঘোষণার আগে বিশ্বকাপের দলে বিকল্প উইকেট রক্ষক হিসেবে কার্তিকের চেয়ে বেশ এগিয়ে ছিলেন ঋষভ পন্ত। 

তবে ঋষভ পন্তকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিমানে ওঠার টিকিট হাতে পেলে গেলন ডিকে৷ কিন্তু কেন? মুম্বইয়ে দল নির্বাচনের পর ব্যাখ্যা দিলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ৷

উইকেটকিপিং দক্ষতায় পন্তকে পিছনে ফেললেন দীনেশ৷ নির্বাচক প্রধান প্রসাদ সংবাদিক বৈঠকে বলেন, ‘বিষয়টি নিয়ে নির্বাচক কমিটিতে আলোচনা হয়েছে৷ কিন্তু এমএস ধোনি চোট পেলে তবেই দ্বিতীয় উইকেটকিপারে খেলা সম্ভব৷ এই অবস্থায় দীনেশ চাপ নিতে পারবে৷ আমরা দেখেছি চাপের মুখে দীনেশ ম্যাচ বের করেছে৷ সেই কারণে দীনেশকে বেছে নেওয়া হয়েছে৷ পন্ত প্রতিশ্রুতিময় ক্রিকেটার৷ ওর এখনও অনেক সময় রয়েছে৷ দুর্ভাগ্য পন্তকে দল রাখা গেল না৷’

দেশের হয়ে মাত্র পাঁচটি ওয়ান ডে খেলেছেন পন্ত৷ চলতি আইপিএলেও ফর্মে রয়েছেন তিনি৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি আইপিএলে তাদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ২৭ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পন্ত৷

অন্যদিকে, চলতি ব্যাট হাতে ফর্মে নেই দীনেশ৷ কলকাতা নাইটরাইডার্সের হয়ে ৮টি ম্যাচে মাত্র ৯০ রান এসেছে ডিকে-র ব্যাট থেকে৷ সর্বোচ্চ স্কোর ৫০৷ সুতরাং আইপিএলে ফর্মের বিচারে দীনেশকে টেক্কা দিয়েছেন পন্ত৷ দেশের হয়ে ৯১টি ওয়ান ডে ম্যাচে দীনেশের সর্বোচ্চ স্কোর ৭৯৷

ভারতের বিশ্বকাপ দল: কোহলি, রোহিত, ধাওয়ান, কেদার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ড্য, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, ধোনি, কার্তিক, সামি, বুমরাহ, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, চাহাল।

Bootstrap Image Preview