Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১১:০২ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে অনিক (১৪) নামে এক নবম শ্রেণীর কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অনিক বেনাপোল দিঘিরপাড় গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় সে তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানায়, অনিক বেনাপোল মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ শেষে তার নিজ ঘরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর মা লাখি খাতুন অনিকের ঘরে যেয়ে দেখে সে বিছানায় পড়ে আছে।

এ সময় তার গলায় গামছা পেচানো ছিল। এরপর তাকে স্থানীয় ক্লিনিক ও নাভারন বুরুজবাগান সরকারি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। নাভারন নেওয়ার পর জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানা এসআই আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর রহস্য জানা যায়নি। তবে তদন্ত করলে বেরিয়ে আসবে মৃত্যুর কারণ কি।

Bootstrap Image Preview