Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ১কোটি ৭৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৩৩ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে ১ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি চোরাচালান পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে যশোর সাতক্ষীরা মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে এ পণ্যের চালানটি জব্দ করে বিজিবি

বিজিবি জানায়, গোপন খবরে জানতে পেরে, যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ৩টি কার্ভার ভ্যান আটক করা হয়। পরে ওই কার্ভার ভ্যান ৩টি তল্লাশি করে আমদানি/রপ্তানি নথি বহির্ভূত বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন পাওয়া যায়।

তারা আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পণ্য চালানটি অবৈধ হওয়ায় তা আটক দেখানো হয়েছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- আংটি, লকেট, বালা, নুপুর, টিকলী, শাখা চুড়ি শংখ ও পিতলের থালা। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা বলে জানায় বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা বলেন, জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview