Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিমানের এমডি ও সিইও পদে বিদেশিসহ ৭০ প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৯ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৯ AM

bdmorning Image Preview


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ৭০ প্রার্থী তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ১২ বিদেশি প্রার্থী রয়েছেন।

সোমবার ছিল আবেদন জমা দেয়ার শেষ দিন। ১৪ মার্চ নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

সূত্র জানায়, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দেশি-বিদেশি ৭০ প্রার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে বিদেশি প্রার্থী রয়েছেন ১২ জন। তবে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কোনো বিদেশি আবেদন করেননি।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদে বহাল আছেন এম মোসাদ্দিক আহমেদ। টানা তৃতীয় মেয়াদে বিমানের এই পদে রয়েছেন তিনি।

এর আগে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবেও এই সংস্থায় দায়িত্ব পালন করেন মোসাদ্দিক আহমেদ। দীর্ঘদিন পর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নতুনের সন্ধানে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

১৪ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এভিয়েশন বা এয়ারলাইন্সের পরিচালক পদে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়ায় বিমানের কোনো সাবেক পরিচালক আবেদন করতে পারেননি।

উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপকহারে বিদেশিদের টানতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখা হয়েছে। তবে শুধু স্নাতক হলে চলবে না, সঙ্গে থাকতে হবে ১০ বছরের এভিয়েশন খাতের পরিচালক পদসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা।

Bootstrap Image Preview