Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ ১৭ এপ্রিল

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ (পুরুষ ও মহিলা) শপথ নিবেন ১৭ই এপ্রিল।

সিলেটের দক্ষিণ সুরমাস্থ আলমপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১নং ভবনের সম্মেলন কক্ষে তাদের এই শপথ অনুষ্ঠিত হবে।

শপথ পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের স্থানীয় সরকার উপ-পরিচালক জাকারিয়া।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জসহ সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার ৩৫টি উপজেলার মোট ১০৫ জন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান-পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করবেন। ১৬ই এপ্রিল সকাল ১১টায় সুনামগঞ্জের ৮টি উপজেলা ও বিকাল ৩টায় হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগণ শপথ নিবেন।

পরদিন ১৭ই এপ্রিল সকাল ১১টায় মৌলভীবাজার জেলার ৭ ও বিকাল ৩টায় সিলেট জেলার ১২টি উপজেলার নবনির্বাচত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিবেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ দীর্ঘ দশ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নুরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান, জাহিরুল ইসলাম মুরাদ ভাইস চেয়ারম্যান এবং সেলিনা ইয়াসমীন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।

Bootstrap Image Preview