Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে ট্রেনের আসন বৃদ্ধির ও সমস্যা সমাধানের দাবি 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


সিলেট বিভাগের অন্যতম রেলওয়ে স্টেশন হবিগঞ্জ জেলার  শায়েস্তাগঞ্জ স্টেশন (রেলওয়ে  জংশন) পারাবত ও কালনী ট্রেনের এসি আসনসহ অন্যান্য আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী-লীগ জাতীয় কমিটির সদস্য এবং হবিগঞ্জের ৬ বারের পৌরসভার সাবেক চেয়ারম্যান (মেয়র) সৈয়দ শহীদ উদ্দিন চৌধুরী। 

কালনী ট্রেনের যাত্রীরা যাতে অবৈধ পন্থায়  যাতায়াত না করে তার জন্য দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন। 

সৈয়দ শহীদ উদ্দিন চৌধুরী এই দাবি গুলো উল্লেখ করে এক পত্রের মাধ্যমে রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনকে (এমপি) জানান, শায়েস্তাগঞ্জ স্টেশনটি হবিগঞ্জ জেলার ১৮ লক্ষ সাধারণ জনগণ ও বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ২৪টি চা বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবহার করে থাকেন।

বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, পারাবত ট্রেনে শায়েস্তাগঞ্জ থেকে এসি ও প্রথম শ্রেণির কোনো টিকেট বিক্রি হয় না। তাই কমপক্ষে পারাবতে ১৫টি এসি টিকেট বিক্রির আদেশ দানে বাধিত করবেন। 

এছাড়াও অন্যান্য ক্লাসের জন্য টিকেটের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। ঢাকা-সিলেট কালনী ট্রেনে কোনো এসি কামড়া নাই কালনী ট্রেনে কমপক্ষে ২টি এসি কামড়া সংযোগ করা।

শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে কমপক্ষে ১৫টি এসি টিকেটের বিক্রির ব্যবস্থা করা, সাথে অন্যান্য ক্লাসের টিকেটের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। 

কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাওয়া আসার সময় শায়েস্তাগঞ্জ স্টেশন এর পরে এয়ারপোর্ট স্টেশন এর আগে কোনো স্টেশনে দাঁড়ানোর কথা না কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে রেলওয়ের কিছু অসাধু কর্মচারী ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেনটি প্রায়ই দাঁড় করিয়ে বিনা টিকেটে যাত্রী উঠা নামার ব্যবস্থা করে দিচ্ছেন। 

উক্ত বুফেগারটি নষ্ট হয়ে যাওয়ায় বদ্ধ রয়েছে অনেক দিন যাবত। সেটি চালু করার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করার জন্য দাবি করেন তিনি। 

ট্রেনে যারা অবৈধভাবে বিনা টিকেটের ভ্রমণ করছে তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইল কোর্ট পরিচালনা করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি ।

সৈয়দ শহীদ উদ্দিন চৌধুরী পত্রে আরো উল্লেখ করেন, রেলওয়ে বিভাগের মন্ত্রীত্ব গ্রহণ করার পর থেকে ট্রেনে টিকেট সংগ্রহ এবং সঠিক সময়ে ট্রেন চলাচলের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে এবং আমরা হবিগঞ্জবাসী জানতে পেরেছি আপনি খুব শীঘ্রই ঢাকা-সিলেট রেললাইনে শীঘ্রই দ্রুতগামী ট্রেন চালু করতে যাচ্ছেন। এই উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমার হবিগঞ্জবাসীর বিশ্বাস আপনার সততা ও কর্মনিষ্টায় বাংলাদেশ রেলওয়ে আরো উন্নতি লাভ করবে। 

Bootstrap Image Preview