Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝড়ে শিশুসহ নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দক্ষিণ যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝড়ে  শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া এই ঝড়ে আহত হয়েছে আরও অনেকে।

রবিবার (১৪ এপ্রিল) দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির গনমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া বজ্র ও শিলাবৃষ্টিসহ ঝড়ের কবলে পড়া দেশটির টেক্সাস, মিসিসিপি, লুইসিয়ানা, আর্কানসাস, জর্জিয়া অঙ্গরাজ্যের ৯০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সেইসঙ্গে ঝড়বৃষ্টির কারণে রবিবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে দুই হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, পূর্ব টেক্সাসের আলটোতে আদি আমেরিকানদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আকস্মিক টর্নেডো আঘাত হানে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।

অ্যাঞ্জেলিনা কান্ট্রি শেরিফের অফিসের অ্যালটন ল্যান্ডারম্যান জানিয়েছেন, ডালাস অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব থেকে ২৪১ কিলোমিটার দূরে পূর্ব টেক্সাসে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির ওপর পাইন গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলেই দুইজন শিশু নিহত হয়।

এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যে আরও পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে।

এদিকে ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনার অধিকাংশ এলাকা, ভার্জিনিয়া, পেলসিনভ্যানিয়া, মেরিল্যান্ড এবং ওহিও ও নিউ ইয়র্কের কয়েকটি অংশে সোমবার সকাল পর্যন্ত টর্নেডোর সম্ভাবনা আছে বলে সতর্ক করা হয়েছে।

 

Bootstrap Image Preview