Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আমি সুশাসন, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত সরিষাবাড়ী গড়ে তুলবো' 

এহসান তালুকদার, জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১০:০৬ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১০:০৬ PM

bdmorning Image Preview


স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে চাই। আমি সুশাসন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সরিষাবাড়ী গড়ে তুলবো। ঘুষ, লুটপাট, অর্থের কেলেংকারী এরকম কোন ঘটনা হতে দেব না। 

রবিবার (১৪ এপ্রিল) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের পক্ষ থেকে কলেজ প্রাঙ্গনে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মোঃ মুরাদ হাসান এমপির সংবর্ধনা উপলক্ষ্যে ছাত্রী-শিক্ষক, অভিভাবক সুধী সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় তিনি সন্ত্রাসের প্রতি তার জিরো টলারেন্সের কথাও ব্যাক্ত করেন। তিনি তার মার নামে কলেজে একটি ছাত্রী হোষ্টেল, একটি একাডেমিক ভবনসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।    

এসময় তিনি এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ম্যুরাল উন্মোচন এবং কলেজের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ গণি, পৌর আ'লীগের সভাপতি উপাধ্যক্ষ এ এস এম মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  



 

Bootstrap Image Preview