Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে এতিমদের নিয়ে ইউএনও'র ব্যতিক্রমী বর্ষবরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আবদুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রম ভাবে এতিম শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে বর্ষবরণ উদযাপন করা হয়েছে।

জানা যায়, আজ পহেলা বৈশাখ উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সরকারি বাসভবনের পাশে স্থানীয় ইসলাম বাজার জামে মসজিদের এতিম শিক্ষার্থীদের নিয়ে মধাহ্নভোজনের মধ্যদিয়ে ব্যতিক্রমী বর্ষবরণ পালন করেন।

এর আগে রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

Bootstrap Image Preview