Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পগবার জোড়া পেনাল্টিতে ম্যানইউয়ের শেষ হাসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


ওলে গানার সোল্কজায়েরকে নিয়ে যতই হইচই হোক, শনিবারের ম্যাচে তাঁকে জিততেই হত। না হলে প্রথম চারের জন্য লড়াই থেকে অনেকটা দূরে সরে যেত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগের ১১ নম্বরে থাকা ওয়েস্টহ্যাম যথেষ্ট চাপও তৈরি করল তাঁর টিমের উপর। শেষ পর্যন্ত অবশ্য জয়ের রাস্তা খুলল পল পোগবার দ্বিতীয় পেনাল্টিতে। ১৯ মিনিটে তাঁর প্রথম পেনাল্টিতে ১-০ এগিয়ে ছিল ইউনাইটেড।

বিশ্রাম শেষে মাঠে নামার পর এগিয়ে থাকার উচ্ছ্বাস থেমে যায় ম্যানইউ সমর্থকরদের। ম্যাচের ৪৯ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইউনাইটেড। গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুল পাসে বাঁ দিক থেকে মানুয়েল লানসিনির পাস পেয়ে ম্যানইউর জালে বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপ অ্যান্ডারসন।

ম্যাচের ৮০ মিনিটে পোগবার দু'নম্বর পেনাল্টি গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রতিপক্ষের  ডি-বক্সে ঢুকে পড়া ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্সিয়াল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেটি থেকে রেড ডেভিলসদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন পগবা। শেষপর্যন্ত এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় তারা।

এই জয়ের পর ইউনাইটেড পৌঁছে গেল পাঁচ নম্বরে। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে। ছ'নম্বরে আর্সেনালের ৩২ ম্যাচে ৬৩। দিনের অন্য ম্যাচে জিতে টটেনহ্যাম তিন নম্বরে। ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট তাদের।

Bootstrap Image Preview