Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্যাস সিলিন্ডারের ভিতরে পাওয়া গেল ৪৬ হাজার পিস ইয়াবা

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


সাভারের রেডিওকলোনি এলাকা থেকে এলপি গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ৪৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মাদক বহনকারী একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে রেডিওকলোনি এলাকার শাহারা সিএনজি পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার সদর থানার দক্ষিণ তারা বানিয়ারচড়া গ্রামের এমদাদুল হাসানের ছেলে মাহমুদুল হক (৩০) ও কুমিল্লার মুরাদনগর থানার ফুলঘর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ঈসমাইল হোসেন (৩২)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মরণ মাদক ইয়াবার বড় একটি চালান পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল।

ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকার শাহারা সিএনজি পাম্প সংলগ্ন এলপি গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা এলপি গ্যাসের সিলিন্ডারের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৪৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক বহনকারী ট্রাকসহ আটক করা হয় দুইজনকে।

এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

Bootstrap Image Preview