Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হোমনায় তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:৪৮ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


কুমিল্লার হোমনায় বাংলা নববর্ষ ১৪২৬ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইঁয়া, থানা অফিসার ইনচার্জ  (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহের হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম ও তাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা প্রকৌশলী  মো.জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন লিটন, প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন, মো.নজরুল ইসলাম, মো. লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী  উপস্থিত ছিলেন। পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview