Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মায়ের স্বপ্ন ছিল ডাক্তার বানাবে দীঘিকে, পরিচালকেরা চান নায়িকা বানাতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:২৬ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview


পাঁচ-ছয় বছরের মধ্যে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী দীঘি। অধিকাংশ ছবিই ব্যবসা সফল। এর মধ্যে ৩৪টি ছবি মুক্তি পেয়েছে তার। ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’, ২০১০ এ ‘চাচ্চু আমার চাচ্চু’ এবং ২০১২ সালে ‘এক টাকার বউ’ ছবিতে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন দীঘি। মনোয়ার হোসেন ডিপজলের হাত ধরে ‘চাচ্চু’ ছবিতে অভিনয় করে দীঘি তুমুল জনপ্রিয়তা লাভ করেন।  ২০১১ সালে দিঘীর মা দোয়েল মারা যান। তার পর অনেকটা আড়ালে চলে যান এই শিশুশিল্পী।

জানা গেছে, আগামী বছর এসএসসি দেবেন দীঘি। কিন্তু চলচ্চিত্রে আনার জন্য তার পিছনে ধর্ণা দিচ্ছেন অনেক পরিচালক-প্রযোজক।

এই বিষয় দিঘীর বাবা সুব্রত জানান, প্রযোজক-পরিচালকরা দিঘীকে নায়িকা করে ছবি বানাতে উদগ্রীব হয়ে আছেন। এমনও পরিচালক-প্রযোজক আছেন যারা দুই বছর অপেক্ষা করবেন, কিন্তু আগেই চুক্তিপত্রে দীঘিকে দিয়ে স্বাক্ষর করিয়ে রাখতে চাচ্ছেন।

‘তবে আগে পড়াশোনা, পরে নাচাগানা’ এই নীতিতে বিশ্বাসী দীঘি লেখাপড়ার জন্য এখনই নায়িকা হিসেবে কোমর বেঁধে নামছেন না অভিনয়ে। দীঘির ইচ্ছে আছে সে সিনেমায় অভিনয় করবে। বিজ্ঞাপনচিত্রেও কাজ করতে চায় সে। তবে খনকার ব্যস্ততা পড়াশোনা নিয়ে।

তিনি আরো জানান, ওর মায়ের স্বপ্ন ছিল ডাক্তার বানাবে দীঘিকে। আমারও ইচ্ছে সেটাই। সেই স্বপ্ন যেন পূরণ হয়। কিন্তু অভিনয়ের জন্য এমন সব জায়গা থেকে ফোন আসছে যাদের সরাসরি না বলতে পারি না। কৌশলে না বলতে হচ্ছে।

প্রসঙ্গত, বেসরকারি মোবাইল অপারেটোর গ্রামীণফোনের ‘বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না’ বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন ছোট্ট দীঘি।

Bootstrap Image Preview