Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন নৌযান শ্রমিকরা।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ১১ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নৌযান শ্রমিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।

সমাবেশে বক্তারা ঘোষণা দেন, আগামী ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে তাদের ১১ দফা চুক্তি বাস্তবায়ন করা না হলে, ওই দিন রাত ১২টা ১ মিনিটি থেকে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সকল নৌযান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করবে। তাদের এ দাবির মধ্যে রয়েছে, বাল্কহেডসহ সকল নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ, খাদ্যভাতা প্রদান, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নদীর সঠিক নব্যতা রক্ষা, মার্কা, বয়া ও বাতি প্রয়োজন অনুযায়ী স্থাপনসহ ১১ দফা চুক্তির দাবি বাস্তবায়ন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাঘাবাড়ি নৌবন্দর শাখা আয়োজিত ও নূরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, বাঘাবাড়ি নৌবন্দর শাখার সহসাধারণ সম্পাদক মো. নূর আলম, জাহাঙ্গীর সরকার, নয়ন আহমেদ, ওলি আহমেদ, নান্নু মিয়া, প্রমুখ।

সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘাবাড়ি নৌবন্দরের সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাঘাবাড়ি ওয়েল ডিপো গেটে গিয়ে শেষ হয়। এরপর সংগঠনের কার্যালয়ের সামনে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘাবাড়ি নৌবন্দরের সকল জাহাজ শ্রমিকরা তাদের সকল কাজ বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview