Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে নদী বাঁচাতে গোসল উৎসব 

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবছরের ন্যায়ই মেঘনা নদীকে বাঁচাতে গোসল উৎসব পালন করা হয়েছে।

আজ শনিবার সকাল ৭ টায় ভৈরব মেঘনা নদী পাড় ত্রি-ব্রীজ সংলগ্ন স্থানে দি ব্লাকহোল এসোসিয়েটস নামের স্থানীয় সংগঠক বতিক্রমী উৎসব পালন করে।

এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নদীতে নামার আগে এর বর্তমান অবস্থা অটুট রাখা এবং দেশের সব নদী ও প্রাকৃতিক জলাধার রক্ষার দাবিতে মানবন্ধনে অংশ নেন গোসল উৎসবের অংশগ্রহণকারীরা। এ সময় নদী দূষণ ও অবৈধ দখল বন্ধ করার শপথ নেন তারা। উৎসবের শুরুতেই শপথ বাক্য পাঠ করান সামিউজ্জামান সুমন। সঞ্চালনায় ছিলেন ইসতিয়াক আহমেদ রিগান।  

জল ও জীবন প্রবাহ অব্যাহত রাখতে ভৈরবের মেঘনা নদীতে আয়োজিত গোসল উৎসবের অংশ নেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। স্বচ্ছ স্বোতস্বিনী, চির, যৌবনা, হাওরাঞ্চলের যোগাযোগ ও সমৃদ্ধতার প্রতীক মেঘনার জল ও জীবন প্রবাহ অব্যাহত রাখা এবং প্রাকৃতিক জলাধার রক্ষার এর আয়োজিত।

আয়োজক সংগঠকের সদস্য রাকিবুল হাসান সবুজ জানান, সারাদেশের নদী ও প্রাকৃতিক জলাধার ক্রমেই ধ্বংস হচ্ছে। সারাদেশ নিয়ে কাজ করার সামর্থ্য না থাকায়, নিজ এলাকার নদী মেঘনা রক্ষার আন্দোলন করছি। কর্মসূচি দেখে দেশের অন্যান্য নদীও রক্ষা পাবে।

এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সংগঠক নজরুল ইসলাম, আফজাল হোসেন জামাল, অরুণ আল আজাদ প্রমূখ। সঞ্চালনায় ছিলেন ইসতিয়াক আহমেদ রিগান। 

Bootstrap Image Preview