Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে কৃষি প্রণোদনা পেল ১৭৩০ জন কৃষক

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৫:১৬ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও সার সহায়তা পেয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ইউএনও আয়েশা হকের সভাপতিত্বে বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. বদরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান আহমদ প্রমুখ।

Bootstrap Image Preview