Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাফি হত্যা ও পাথরঘাটায় তরুণী ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:১৩ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:১৩ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারী ও পাথরঘাটায় তরুণী ধর্ষণের শিকার ধর্ষক ও তার সহযোগীদের বিচারের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন করেন পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরাম।

গত বৃহস্পতিবার উপজেলার বাদুরতলা গ্রামের জলিল প্যাদা নামে এক যুবক পার্শ্ববর্তী গ্রামের এক অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে হরিনঘাটা বনাঞ্চলে বানর দেখানোর কথা বলে বনে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরাম এর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র রোকনুজ্জামান রুকু, প্রফেসর খলিলুর রহমান, কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি, সুশীলন কর্মকর্তা ইসমাইল হোসেন, নাসিরউদ্দিন সোহাগ, নাগরিক ফোরাম সম্পাদক মেহেদী সিকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবাদী ছাত্রী নুসরাত জাহানকে সুকৌশলে হত্যা করা হয়েছে। এসময় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দোষীদের ও পাথরঘাটায় তরুণী ধর্ষণের ধর্ষক জলিল প্যাদা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
 

Bootstrap Image Preview