Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৈশাখে হৃদি হকের ‘বৈশাখী মাইম ট্রুপ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী ও নির্দেশক হৃদি হকের রচনা ও নির্দেশনায় এনটিভি’র বৈশাখী আয়োজনে ১৪ই এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে 'বৈশাখী মাইম ট্রুপ'।

নাটকটি সম্পর্কে হৃদি হক বলেন, শুধুমাত্র জেসচার-মুভমেন্ট আর এক্সপ্রেশন এর মাধ্যমে কোন এ্যাকশন-ক্যারেক্টার বা আবেগ প্রকাশের এই থিয়েট্রিক্যাল টেকনিক, এক কথায় অসাধারণ। আশা করছি, 'বৈশাখী মাইম ট্রুপ' নাটকটি দিয়ে শুধুমাত্র মাইম না, মেইনস্ট্রিম এর বৃত্তের বাইরের আর্ট ফর্ম নিয়ে দর্শক মনে ইন্টারেস্ট তৈরী করতে পারব আমরা।

'বৈশাখী মাইম ট্রুপের' গল্প বর্ণনায় হৃদি হক বলেন, মাইম এর জন্য বুকের মধ্যে জমিয়ে রাখা ভালোবাসায় কিছু নিবেদিত প্রাণ মানুষের হার না মানার গল্প। ক্ষ্যাপাটের মত ভালোবাসা তাড়িয়ে বেড়ায় ওদের সারাক্ষণ; হারিয়ে যায় বৈষয়িক জীবনের অনেক প্রাপ্তির গল্প অপ্রাপ্তিতে। ওরা কাছে টেনে নেয় অনিশ্চয়তাকে। দ্বন্দ্বে জড়ায়। তারপরও ছেড়ে যায় না একে অপরকে। জড়িয়ে থাকে একজন আরেকজনকে স্নেহে-মায়ায়-মমতায়-প্রেমে।

নাটকটিতে শিল্পী নির্বাচনের ব্যাপারে হৃদি হক বলেন, মার্সেল মার্সু থেকে আমাদের পার্থ প্রতিম মজুমদার, মাইম এর মাধ্যমে যে অসাধারণ গভীর আবেগ আর রূপান্তরের শিল্প-বুনন সৃষ্টি করেছেন এবং করছেন মঞ্চে, তার দীর্ঘ ছাপ আমরা দর্শক বয়ে বেড়াই আমাদের অনুভূতিতে। নাটকে মাইম পারফর্মেন্সকে খেয়াল রেখেই শিল্পী নির্বাচন করেছি আমরা। লিটু আনাম বাংলাদেশে মাইমের ফোররানার পার্থ প্রতিম মজুমদার এর অন্যতম প্রিয় ছাত্র; শাহাদাৎ হোসেন মাইম প্রশিক্ষণপ্রাপ্ত; ভাবনা একজন নৃত্যশিল্পী; আর মনোজ এর জেসচার ভালো। নাগরিক নাট্যাঙ্গন এর কয়েকজন সদস্যকে আমরা নিয়েছি, যারা এক্সপেরিয়েন্সড। আমাদের প্রত্যাশা নতুন আরেক বৈশাখে, নতুন আরেক আশা দেখবার।

গত ৬ ও ৭ এপ্রিল ২০১৯, সাজানো হয়েছিল সেট; নান্দনিকতার স্পষ্টতায়। টিকেট প্রযোজনায় এ নাটকে বৈশাখী মাইম ট্রুপ এর সদস্য হলেন, লিটু আনাম, আশনা হাবীব ভাবনা, মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, আসিব চৌধুরী, আইরিন পারভিন লোপা, সঙ্গীতা চৌধুরী, রায়হানুল আলম প্রমূখ। রুবেল মুন্সি’র চিত্রগ্রহণে নাটকটির সম্পাদনা ও আবহ সঙ্গীত পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি।

Bootstrap Image Preview