Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এদেশে বিনা চিকিৎসায় কোন প্রবীণ মারা যাবে না: ডেপুটি স্পীকার 

মোস্তাফিজুর রহমান (ফিলিপস্), সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০১:৩৯ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০১:৩৯ PM

bdmorning Image Preview


জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, একটি লোকও অসুস্থ থাকবে না এবং কোন প্রবীণ চিকিৎসা সেবার অভাবে মারা যাবে না। প্রতিবন্ধিদের মতো প্রবীণদের জন্য বিনা পয়সায় চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, দারিদ্রতা দূরীকরণের লক্ষে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নামে নতুন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। 

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে সাঘাটা উপজেলার উল্যা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন সার্বিক তত্বাবধানে ইউনিয়ন প্রবীণ কমিটি ও ইউনিয়ন যুব কমিটির সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বাংলাদেশে বর্তমান প্রায় দেড় কোটি প্রবীণ রয়েছেন। বিপুল সংখ্যক প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকারি বেসরকারি উদ্যোগ ক্রমেই বাড়ছে। দিনদিন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। প্রবীণ জীবনকে স্বস্তিদায়ক মর্যাদাপূর্ণ করার জন্য সরকার প্রবীণ নীতিমালা ২০১৩ পিতামাতা ভরণ পোষণ আইন ২০১৩, সিনিয়র সিটিজেন ঘোষণাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রবীণদের জন্য সংশ্লিষ্ট এলাকায় সামাজিক কেন্দ্র স্থাপন, বয়স্ক ভাতা প্রদান, বিশেষ সঞ্চয়, পেনশন, স্কিন প্রণয়ন, প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মাননা এবং প্রবীণদের সেবাদানকারীকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা, অতিদরিদ্র প্রবীণ ব্যক্তিদের জন্য বিশেষ ঋণ সুবিধা এবং প্রশিক্ষণ, প্রবীণ স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা প্যারা ফিজিও থ্যারাপিস্ট তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধ জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাফরুল ইসলাম জুয়েল প্রমুখ।  


 

Bootstrap Image Preview