Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুদানে পুলিশের গুলিতে ১৬ বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০১:০২ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview


সুদানে বিক্ষোভকারীদের উপর পুলিশের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন

শনিবার এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র হাসেম আলী এ তথ্য জানিয়েছেন।

দেশটির সরকারি ভবন ও মানুষের ব্যক্তিগত সম্পদও হামলার কবলে পড়েছে। শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছিলেন।

এদিকে সুদানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আওয়াদ ইবনে আউফ শুক্রবার হঠাৎ করেই পদত্যাগ করেছেন।

দেশটির অন্তর্বর্তীকালীন শাসক সামরিক পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার একদিন পর তিনি এ পদত্যাগ করেন।

তার পদত্যাগে শুক্রবার শেষ রাতে রাজধানী খারতুমে বিক্ষোভকারীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। স্লোগান দিয়ে তারা বলছিলেন, আমরা দুদিনে দুই প্রেসিডেন্টকে অপসারণ করেছি।

বৃহস্পতিবার ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান হিসেবে তিনি শপথ নিয়েছিলেন। দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

মাসখানেক রক্তক্ষয়ী বিক্ষোভের পর সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতা হারানোর পর প্রতিবাদকারীরা দ্রুত রাজনৈতিক পরিবর্তন দাবি করছেন।

নতুন একটি বেসামরিক সরকারের প্রতিশ্রুতি দিয়ে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে সামরিক পরিষদ।

আউফের পদত্যাগের পর সামরিক পরিষদের নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান আবদেল রহমান।

অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদের উপপ্রধান হিসেবে সেনাপ্রধান কামাল আবদেল মারুফ আল মাহিকে বরখাস্ত করা হয়েছে। ইবনে আউফ বলেন, নিরাপত্তাব্যবস্থা সুসংহত করতে পরিবর্তনের পথকে সুযোগ করতে দিন।

Bootstrap Image Preview