Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি ভষ্মিভূত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০১:১৮ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ শহরের আরাপপুর সোনালী পাড়ায় অগ্নিকাণ্ডের ভষ্মিভূত হয়েছে ৩টি বাড়ি। মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে নি:স্ব এই ৩টি পরিবার।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন- ওই এলাকার জুয়েল হোসেন, সাইফুল ইসলাম ও ওবাইদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাপপুর সোনালীপাড়ার জুয়েলের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তার বাড়ি ও পাশের ২টি বাড়িতে ছড়িয়ে পরে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানা যায়, এই দুর্ঘটনায় ওই ৩ জনের বাড়ির ৩টি ঘর ভষ্মিভূত হয়ে গেছে। পরনের কাপড়টি ছাড়া কিছুই বের করতে পারেনি তারা। ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদটাকা, জামা-কাপড়সহ সব মালামাল পুড়ে গেছে।

তাদের সহযোগিতায় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা। 

Bootstrap Image Preview