Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একদিন পর সরে দাঁড়ালো সুদানের অভ্যুত্থানের নেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


দীর্ঘ প্রায় ৩০ বছর সুদানের শাসন ক্ষমতায় থাকা ওমর আল-বশিরকে সরিয়ে দেশটির সামরিক কাউন্সিলের প্রধান হয়েছিলেন আওয়াদ ইবনে ওয়ুফ। ক্ষমতা গ্রহণের মাত্র একদিন পরেই তাকে সরে দাঁড়াতে হলো।

সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার এক ঘোষণায় সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে ওয়ুফ পদত্যাগের এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়ুফ পদত্যাগ করায় সুদানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রাহমান বুরহানকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

সামরিক কাউন্সিলের প্রধান ওমর আল-বশিরের ঘনিষ্ঠ দাবি করে বিক্ষোভকারীরা রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানানোর পর দেশটির শাসন ক্ষমতায় এই পরিবর্তন এলো।

সেনাবাহিনীর দাবি, তারা ক্ষমতায় থাকতে চায় না এবং সুদানের ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্দোলনকারীদের সিদ্ধান্ত অনুযায়ী।

দারফুর সংঘাতের সময় আওয়াদ ইবনে ওয়ুফ ছিলেন সুদানের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান। ওই যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ওমর আল-বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করা হয়েছে।

তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ডিসেম্বর থেকে শুরু হওয়া কয়েকমাসের বিক্ষোভের জের ধরে ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হন। আন্দোলন চলার সময় অন্তত ৩৮জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

Bootstrap Image Preview