Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পহেলা বৈশাখ উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় 'বাংলা উৎসব' 

এস.আই রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১০:০০ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview


রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে কয়েক পর্বে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে দক্ষিণ আফ্রিকায় 'আমরা বাংলাদেশি দক্ষিণ আফ্রিকা নামক সংগঠন' এর উদ্যোগে জোহানেসবার্গের ফোর্ডসবার্গ প্রাইমারী স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে 'বাংলা উৎসব'। 

প্রতিবছরের মতো এবারো সংগঠনটি আয়োজন করতে যাচ্ছে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার আনন্দ উৎসব। অনুষ্ঠানব্যাপী থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান, অভিনয়সহ নানা আয়োজন। থাকছে র‍্যাফেল ড্র। 

আয়োজকবৃন্দরা বলেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে বিদেশের মাটিতে সকল বাংলা ভাষাবাসীদের হৃদয়ে দেশমাতৃকার প্রেমে উদ্বুদ্ধ করা এবং বিদেশের মাটিতে যেনো আমাদের সংস্কৃতি আমরা সবার মাঝে তুলে ধরতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

আমরা আশা করছি আমাদের এই আয়োজনে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সকল বাংলাদেশি স্বপরিবারে অংশ নিয়ে আনন্দে মেতে উঠবে স্বদেশী উৎসবে।   

Bootstrap Image Preview