Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে মাইক্রো চালকের ভাসমান লাশ উদ্ধার   

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে ডোবা থেকে বকুল (২৬) নামে এক মাইক্রো চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বকুল উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে বলে জানা গেছে।

মৃত বকুলের বাবা বলেন, বকুল দীর্ঘদিন ধরে ঢাকাতে মাইক্রো চালাতো। গত দুইদিন যাবৎ পরিবারের লোকজন তার মোবাইল ফোন বন্ধ পায়। তার সাথে কোন যোগাযোগ করতে পারে না। শুক্রবার বিকালে থানা থেকে ফোন দিয়ে বকুলের মৃত্যুর বিষয়টি জানায় পুলিশ।

এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় ব্রিজের নিচে ডোবা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির মুখমন্ডল ও মাথার পেছনে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, ছুরি দিয়ে তাকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। 
 

Bootstrap Image Preview