Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে মেছো বাঘ আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চাঁনপুর গ্রামের স্থানীয় জনতা একটি মেছো বাঘ আটক করে। পরে মেছো বাঘটি স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে চাঁনপুর এলাকা থেকে মেছো বাঘটি আটক করা হয়। 

বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খাঁন জানান, বৃহস্পতিবার উপজেলার চাঁনপুর এলাকায় জনতার ধাওয়া খেয়ে মেছো বাঘটি গাছে উঠে যায়। এসময় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার জানান, খবর পেয়ে উপজেলা বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ওই এলাকায় গিয়ে জনতার সহযোগিতায় মেছো বাঘটিকে উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়। মেছো বাঘটিকে ফরিদপুর বনবিভাগের হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের উপজেলা বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, মেছো বাঘটি মধুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও থানার সহযোগিতায় ইউএনও স্যার উদ্ধার করে একটি খাঁচায় সংরক্ষণ করে রেখেছে। এটি ফরিদপুর জেলায় রাখা হবে এবং পরে খুলনা অঞ্চলিক কর্মকর্তার দফতরে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হবে। 

Bootstrap Image Preview