Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ফরিদপুর পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব জাকির হোসেন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৬:০৩ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview


ভূমি সেবা সপ্তাহ দিবস উপলক্ষে ফরিদপুর সদরের সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে মানুষের সদস্যার কথা শুনলেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন। 

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টায় সরকারের এই উচ্চ পর্যায়ের কর্মকর্তা এসি ল্যান্ড অফিসে উপস্থিত হয়ে সেখানকার কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় সেবা নিতে আশা বেশ কয়েকজনের সঙ্গে তিনি কথা বলেন। 

পরিদর্শন শেষে ভূমি সংস্কার বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন বলেন, বর্তমান সরকার ভূমি অফিসের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, এই অফিসগুলো সুনাম বৃদ্ধির জন্য অনেক ক্ষেত্রে এখন ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পন্ন হচ্ছে। সেবা নিতে আসা কোনো সেবা গ্রহীতা যাতে কোনো কষ্ট বা ভোগান্তি পেতে না হয় সে জন্য সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। 

তিনি উপস্থিত সরকারি কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী দ্বারা কোন সেবা গ্রহীতা হয়রানীর স্বীকার হলে কোনো ছাড় দেওয়া হবে না।  

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসলাম মোল্লা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, সদর উপজেলার সহকারি কমিশনার ভূমি মো. পারভেজ মল্লিকসহ সংশ্লিষ্ট দফতরে কর্মকর্তারা। 
 

Bootstrap Image Preview