Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পহেলা বৈশাখে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ঝড়ো হাওয়া বা ভারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার ( ১২ এপ্রিল) সকাল ১০টার দিকে আবহাওয়াবিদ আব্দুর রহমান এই তথ্য দিয়েছেন।

তিনি জানায়, ১৪ এপ্রিল পহেলা বৈশাখে আবহাওয়া পরিস্থিতি ভাল থাকতে পারে। কালবৈশাখী বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ভারি বা মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায় রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দররে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

Bootstrap Image Preview