Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষিদ্ধ দলগুলোর নির্বাচনে নিষিদ্ধ করতে আফ্রিদির আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১০:৫৭ AM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১০:৫৭ AM

bdmorning Image Preview


নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাদের অংশগ্রহণে বাধা দিতে একটি কার্যকর পদ্ধতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি।

বৃহস্পতিবার কোহাত গ্যারিসনে বসন্ত উৎসবের অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

আফ্রিদি বলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে ভবিষ্যতে এটি চলতে দেয়া হবে না।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে নির্বাচনী রাজনীতিতে অংশ নেয়ার জন্য নিষিদ্ধ দলগুলোর নেতাদের প্রতিরোধে দেয়ার জন্য একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছিল, সে বিষয়ে আলোকপাত করেন তিনি।

মন্ত্রী জানান, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান যে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে, তা কোনো বাহ্যিক চাপের কারণে শুরু হয়নি।

সরকার পাকিস্তানকে নতুন কাঠামো প্রদানের জন্যই এসব পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে কেউ রূপান্তরিত করার প্রতিশ্রুতিবদ্ধ ছিল, যাতে কেউ এটিকে নিজ ইচ্ছাধীন পরিচালিত করতে না পারে, বলেন তিনি।

আফ্রিদি বলেন, সরকার নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে অধীনে পরিচালিত সব মাদ্রাস, অ্যাম্বুলেন্স, ওষুদের দোকান, হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে।

পাশাপাশি এসব প্রতিষ্ঠান সরকারিভাবে পরিচালনার জন্য অর্থ বরাদ্দ করেছে সরকার, বলেন তিনি।

Bootstrap Image Preview