Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় মুক্তিযোদ্ধাদের জন্য বন্দোবস্ত খাস জমি পরিমাপে বাধা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview


সাঘাটা উপজেলার থৈকরেরপাড়া গ্রামে মুক্তিযোদ্ধাদের নামে বন্দোবস্ত দেয়া খাস জমি পরিমাপে বাধা প্রদান করাসহ মুক্তিযোদ্ধাদের দেখে নেওয়া হুমকী প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানী প্রভাবশালীদের ভয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গত ২ এপ্রিল জমি পরিমাপ না করেই ফিরে গেছে। ফলে উপস্থিত হলে থৈকরেরপাড়া আশ্রায়ন কেন্দ্রের সভাপতি আব্দুস ছাত্তারের নেতৃত্বে কতিপয় লোক পরিমাপে বাধা প্রদানসহ উপস্থিত মুক্তিযোদ্ধাদেরকে নানা ভাবে হুমকী প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার কানাইপাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মে হক, আব্দুল জলিল ও আব্দুস সামাদ এ তিন মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর যমুনা নদী ভাঙ্গণে বিলীন হলে তারা পুনর্বাসনের জন্য সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) ও সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার থৈকরের পাড়া মৌজাস্থ্য সাবেক ১ নং খতিয়নের ২১নং দাগে ৩ একর খাস জমি বন্দোবস্ত দেয়। পরবর্তীতে ওই জমি তিন জন মুক্তিযোদ্ধার নামে বিআরএ রেকডভুক্ত হয়। যার খতিয়ান নং ৭২৪ এবং দাগ নং২,৩,৪,৫,৫২৯,৫৩০,৫৩১,৫৩২,৫৩৪,৫৩৬,৫৩৭,৫৩৮,৫৪০,৫৪৩,৫৪৪,৫৪৬,৫৪৭, খতিয়ানের গৃহহারা করে।

উক্ত জমি মুক্তিযোদ্ধাদের তিন মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর নির্মাণের জন্য বুঝিয়ে দিতে সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে গত ২ এপ্রিল জমি পরিমাপ জন্য সার্ভেয়ার আকতার হোসেন মিলন সরেজমিনে গিয়ে উপস্থিত হলে স্থানীয় আঃ ছাত্তার, নুরুল ও আজিজারসহ ১০/১২ জনের সংঘবদ্ধ একটি চক্র জমি পরিমাপে বাধা প্রদান করেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে গালিগলাজসহ নানাভাবে হুমকী দেয়। বাধার মুখে সার্ভেয়ার জমি পরিমাপ না করে ফেরৎ যান।

মুক্তিযোদ্ধা সামাদ জানান, তারা জমি পরিমাপে শুধু বাধাই দেননি। ওই জমি থেকে গভীর করে মাটি খনন করে নিজেদের বাড়ির ভিটা উঁচু করছেন। বাধা দিতে গেলে খুন যখম করার হুমকী প্রদর্শন করেন। এমতাবস্থায় আমাদের জমি পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে সার্ভেয়ার আকতার হোসেন মিলনের সাথে কথা হলে তিনি জমি পরিমাপে বাধা দেওয়ার বিষয় স্বীকার করে বলেন, স্থানীয় একটি চক্র অবৈধভাবে জমি পরিমাপে বাধা প্রদান করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

Bootstrap Image Preview