Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মা-বাবাকে না জানিয়ে দেশে এসে নিখোঁজ শিক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাতের আজমানের একটি স্কুল পড়ুয়া ছাত্র মা-বাবাকে না জানিয়ে দেশে আসে নিখোঁজ হয়েছে।

মোহাম্মদ মিরাজ নামের ১৮ বছরের এই বালক আজমানের স্থানীয় একটি স্কুলে এস,এস,সি পরিক্ষার্থী ছিল। তার দেশের বাড়ী ঢাকার নারায়ণগঞ্জে।

আজমানে বসবাসরত মিরাজের বাবা জানান, মিরাজ ২০১৮ সালের ১৯ ডিসেম্বর পবিত্র উমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যায় এবং ২৯ ডিসেম্বর আমিরাত ফিরে আসে। সপ্তাহখানেক পর মিরাজ লাপাত্তা হয়ে যায়।  পরে দুবাই প্রশাসনের সহযোগিতায় বিমানবন্দর মাধ্যম জানতে পারি জানুয়ারী মাসের ১৩ তারিখ দুবাই থেকে সালামা ফ্লাইটে করে ওমানের মাসকেট এবং সেখান থেকে ঢাকা বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে মিরাজ।

এদিকে দেশে অবস্থানরত মিরাজের বড় ভাই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি জিডি (জিডি নং ১১৯২) করেছেন। মিরাজের পরিবারের ভাষ্যমতে দেশের প্রশাসন অনেক চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো মিরাজের কোন খোঁজ পাওয়া যায়নি।

মোহাম্মদ মিরাজ তিন ভাই এক বোনের মধ্যে তৃতীয়। বাবা দেলোয়ার হোসেন আজমানের ক্ষুদ্র ব্যবসায়ী। মিরাজের বড় ভাই ইমরান হোসেন ও মেঝ ভাই শাহাদাৎ হোসেন সাদ্দাম বাবার সঙ্গে ব্যবসায় সহযোগিতা করেন। মিরাজের মা-বাবার একটাই আকুতি তাদের শান্তস্বভাবের ছেলে মিরাজের সন্ধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনার পাশাপাশি মিরাজের পরিবার সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

Bootstrap Image Preview