Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় খ্রিষ্টান মিশনে আগুন, প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালা উপজেলার চাইল্ড ডেভেলপমেন্ট খ্রিষ্টান মিশনে রহস্যজনকভাবে ৪টি ঘরে আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫-২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়।

বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে আনুমানিক প্রায় ১১টার সময় উপজেলার মহান্দী গ্রামের খ্রিষ্টান মিশনে রহস্যজনকভাবে আগুন লাগে। পরে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, মুহূর্তেই টিন শেডের ৪টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে ৮ ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি প্রজেক্টর, কয়েকটি সিলিংফ্যান, ২৩৩ শিশুর জন্য রাখা শিক্ষা উপকরণ, ব্যাগ, শুকনো খাবার ও স্বাস্থ্যসেবার যাবতীয় জরুরি ডকুমেন্ট, নগদ ৬০ থেকে ৭০ হাজার টাকা এবং আসবাবপত্রসহ মোট ১৫-২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।   

মিশনের পালক অনাদি মোহন জানান, তার সঙ্গে কিছু খ্রিষ্টান সদস্যের বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (১১ এপ্রিল) আমাদের মিশনে ঊর্ধ্বতন মহলের কর্মকর্তাদের পরিদর্শনে আসার কথা ছিলো।

আগুন লাগার পরে পালক অনাদি মোহন বলেন, তোদের শান্তি হয়েছে ওই দেখ আগুন লেগেছে। তাছাড়া পালকের নিজ ঘরে হতে আগুন লাগার আগেই মোটরসাইকেল, টিভি, ফ্রিজ বের করে আনেন। এতে করে ধারণা করা হচ্ছে শত্রুতার কারণে আগুন লাগানো হয়েছে।

মিশনের নৈশপ্রহরী আজগর আলি জানান, রাতে পাহারাকালে তিনি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুন দেখে তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজিজুর রহমান জানান, ৯৯৯ মাধ্যমে সংবাদ পেয়ে আমার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে ৪টি ঘরের সকল আসবাবপত্রসহ অনেক জরুরী জিনিসপত্র পুড়ে গেছে। 

ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, আগুন লাগার খবর পেয়ে তালা উপজেলা পরিষদ চেয়াম্যান ঘোষ সনৎ কুমার ও আমিসহ স্থানীয় আ:লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদি রাসেল জানান, আগুন লাগার বিষয়টি শুনেছি। তদন্ত চলছে,  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। 

Bootstrap Image Preview