Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোয়াটারের প্রথম লেগে জিতল বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৯:৫৬ AM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে শেষ আটের প্রথম লেগে শক্তিশালী বার্সাকে স্বাগত জানায় ম্যানইউ। মর্যাদার ওই লড়াইয়ে চেনা মাঠে ১-০ গোলে বার্সার বিপক্ষে হেরেছে রেড ডেভিলসরা। 

কোয়ার্টারের ভাগ্য এখনও নিস্পত্তি হয়নি৷ সন্দেহ নেই যে, ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচে মরিয়া প্রয়াস চালাবে ওলে গানারের দল৷ তবে এটা ঠিক যে, চার বছর প্রথমবার শেষ আটের বাধা টপকে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল স্প্যানিশ জায়ান্টরা৷

ম্যাচের ১২ মিনিটেই পড়ে পাওয়া গোলে এগিয়ে যায় বার্সেলোনা৷ ম্যাঞ্চেস্টারের গোলমুখে মেসির বাড়ানো বলে পা ছুইয়ে জালে জড়ানোর চেষ্টা করেন সুয়ারেজ৷ বল লিউকের পায়ে লেগে ঢুকে যায় রেড ডেভিলসদের তেকাঠিতে৷ সুয়ারেজের বিরুদ্ধে অফসাইডের জোরালো আবেদন ওঠে৷ তবে ভিডিও রেফারেলে অফসাইডের তত্ত্ব বাতিল হলে গোল বৈধ বলে ঘোষিত হয়৷

রাশফোর্ড দুই অর্ধে দু’টি এবং সুয়ারেজ দ্বিতীয়ার্ধে একটি গোলের সম্ভাবনা তৈরি করলেও ফিনিশিং টাচ দিতে পারেননি৷ মাঝে স্মালিংয়ের অবৈধভাবে মেসিকে আটকানোর চেষ্টায় তাঁকে রক্তাক্ত করার ঘঠনা ছাড়া উল্লেখযোগ্য কোনও মুভমেন্ট চোখে পড়েনি ম্যাচে৷ ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের সুবাদে মেসিরা ঘরের মাঠে ফিরতি লেগে এগিয়ে থাকবে সন্দেহ নেই, তবে ম্যাঞ্চেস্টারকে সেমিফাইনালে উঠকতে হলে পিএসজি ম্যাচের মতো আরও একবার অতিমানবিক ফুটবল উপহারল দিতে হবে৷

Bootstrap Image Preview