Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ পালিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview


'রাখব নিষ্কণ্টক জমি-বাড়ি, করবো সবাই ই-নামজারি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আলুটিলা মৌজার হেডম্যান হিরনজয় ত্রিপুরা ২০১নং ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চোধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সকলকে যথাসময়ে ভূমি কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা স্বত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ভূমি সকলের অমূল্য সম্পদ। ভূমির যথাযথ রক্ষনাবেক্ষণ ও ভবিষ্যৎ জটিলতা এড়ানোর জন্য নিজের মালিকানা অর্জন হওয়ামাত্র মিউটেশনের মাধ্যমে নিজের অংশের স্বত্ব ও খতিয়ান সুনির্দিষ্ট করার পরামর্শ দেন তিনি।

এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview