Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে দুই দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান প্রতিনিধি:
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১০:০১ AM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:০২ AM

bdmorning Image Preview


ভোলার দৌলতখান কৃষি সম্প্রসারণের আয়োজনে দুই দিনব্যাপী কৃষি মেলা ও আউশ প্রণোদনার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দৌলতখান উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজম মুকুল বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে এ সরকার। কৃষকদের বিভিন্ন কৃষি উপকরণ ও বীজ বিনামূল্যে দিয়ে থাকে সরকার।

তিনি আরও বলেন, কৃষকরা একসময় সারের জন্য  জীবন দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার কৃষকদের সকল রকম সুযোগ সুবিধা দিতে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিকুর রহমান, দৌলতখান কৃষি অফিসার রাশেদ হাসনাত, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, উপজেলার কৃষক বৃন্দ প্রমুখ।

Bootstrap Image Preview