Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে ১১ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে ১১ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নৌযান শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। 

এ দাবির মধ্যে রয়েছে- বাল্কহেডসহ সকল নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ; ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন; ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ; খাদ্যভাতা প্রদান; কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান; নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান; সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নদীর সঠিক নব্য রক্ষা, মার্কা, বয়া ও বাতি প্রয়োজন অনুযায়ী স্থাপনসহ ১১ দফা চুক্তি।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাঘাবাড়ি নৌবন্দর শাখা এ সমাবেশের আয়োজন করে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাঘাবাড়ি নৌবন্দর শাখার সভাপতি দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল ওয়াহাব মিয়া, নারায়ণগঞ্জ শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু, বাঘাবাড়ি নৌবন্দর শাখার, সহ সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সদস্য বাহার উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মোঃ রনি মিয়া, বেল্লাল হোসেন, রানা মিয়া প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে জাহাজ মালিকরা এ দাবি মেনে না নিলে ওইদিন রাত ১২টা ১ মিনিট থেকে সকল প্রকার নৌযান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করতে বাধ্য হব। তাই অবিলম্বে তাদের এ দাবি বাস্তবায়ন করে নৌপথ সচল রাখার জোর দাবি জানান তারা।

 

Bootstrap Image Preview