Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শার্শার ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৯:১৫ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৯:১৫ PM

bdmorning Image Preview


যশোরের শার্শায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনেদুপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে শার্শা সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শার্শা সদর ইউনিয়নের গাতিপাড়া-শিয়ালকোনা ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক গাতিপাড়া খেয়াঘাট মোড়ের খালের পাড়ে অবস্থিত ৪টি বড় বড় শিরিষ গাছ ও ২টি মেহগনী গাছ প্রায় লক্ষাধিক টাকা মূল্যে বাদল হোসেন নামে এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে।

বাদল যথারীতি মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক নিয়োগ দিয়ে গাছ কাটা শুরু করে। শ্রমিকেরা একটা একটা গাছ কেটে নিয়ে নিশ্চিন্তপুর মাদ্রাসা মাঠে রেখে আসে। সর্বশেষ বিকাল ৪টার দিকে বাকি একটি বড় শিরিষ গাছ প্রায় কাটার শেষ পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল সেখানে অভিযান চালায়।

নির্বাহী কর্মকর্তার অভিযান টের পেয়ে ইউপি সদস্য আব্দুল খালেক, ব্যবসায়ী বাদল ও শ্রমিকেরা সরে পড়েন। 

এসময় নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদের শার্শা উপজেলার কেয়ারটেকার শের আলীকে গাছগুলো সরকারি নিয়মে জেলা পরিষদে জমাদান ও এব্যাপারে একটি নিয়মিত মামলার নির্দেশ দেন।

জেলা পরিষদের শার্শা উপজেলার কেয়ারটেকার শের আলী বলেন, আমরা গাছগুলো জেলা পরিষদে জমাদানের জন্য নিয়ে যাচ্ছি। আমি উপরের কর্মকর্তাদের জানিয়েছি এবং এ ব্যাপারে শিয়ালকোনা গ্রামের মৃত.আব্দুল রহমানের ছেলে ইউপি সদস্য আব্দুল খালেক ও ঐ একই গ্রামের হাবিল সর্দারের ছেলে বাদল হোসেনকে আসামী করে শার্শা থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।    

এব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, সরকারি গাছ কাটার ব্যাপারে আমি অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারি নাই। এমনকি তাদের বাড়ির কোন সদস্যকেও পাইনি।

Bootstrap Image Preview