Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ 

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ১২:০২ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আজিজুর রহমান ওরফে কটাই শেখ (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত কটাই কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

সোমবার (৮এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় মহিলাসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের খুলনা ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বর আব্দুল কাইয়ুম সিকদার ও আবেদ শেখের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় এক পক্ষের দলনেতা আবেদ শেখের ভাই আজিজুর রহমান ওরফে কটাই শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত কটাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এছাড়া দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আবেদ শেখ (৫০), কাইয়ুম সিকদার (৪৮), রিপন(৪০), জুলফিকার (৪২), সুফিয়া বেগম (৭০), তুহিন সিকদারসহ (৩৫) কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর হোসেন আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 

Bootstrap Image Preview