Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যে গানে ‘মাতাল’ হয়ে কামড়াতে ভুলে যায় মশা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


মশার কামড় থেকে বাঁচতে আমরা কত কিছুই না করি। মশারি ও কয়েলের ব্যবহারসহ বিভিন্ন পদ্ধতিতে মশা তাড়ানোর চেষ্টা করি অনেকেই। কিন্তু মশার কামড় থেকে রক্ষা পেতে সংগীতের ব্যবহারের কথা কি কেউ শুনেছেন?

গানে মশাও ‘মাতাল’ হয়—এমন সম্ভাবনার কথাই জানাচ্ছেন একদল গবেষক। সম্প্রতি এসংক্রান্ত নিবন্ধ গবেষণা সাময়িকী ‘আর্কটা ট্রপিকা’য় প্রকাশিত হয়েছে।

গবেষকদের ভাষ্য, মশার কামড় রোধে ‘ডাবস্টেপ মিউজিক’ ভালো ফল দেয়। সুরের মূর্ছনায় নেচে-গেয়ে মশগুল হয় মশা। এর ফলে মশারা কামড়ানোর কথা ভুলে যায়।

গবেষণাপত্রে বলা হয়, অনেক প্রাণীর প্রজনন ও অভিযোজনের সঙ্গে শব্দ খুবই গুরুত্বপূর্ণ। নিম্ন কম্পাংকের স্পন্দন মশাকে যৌনমিলনে সহায়তা করে। আর শোরগোল এ ধরনের কর্মকাণ্ডে তাদের বাধা দেয়।

গবেষণায় দেখা যায়, সংগীতে বিনোদিত মশারা অপেক্ষাকৃত কম কামড়ায়। এ সময় তারা আপনমনে খেলাধুলা করতে পছন্দ করে। এ কারণে স্প্রের বদলে ‘ডাবস্টেপ মিউজিক’ অধিক কার্যকর। তা ছাড়া এর ব্যবহারে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না।

Bootstrap Image Preview