Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহেল সিকদার আটক    

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০২:২৮ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে আটকের খবর পাওয়া গেছে।  

রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে কুমিল্লার গোয়েন্দা পুলিশ ( ডিবি) তাকে আটক করেছে বলে তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম নিশ্চিত করেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।  

শাহিনুল ইসলাম সোহেল শিকদার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ছিলেন। নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে পুরো উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। 

এবিষয়ে শাহিনুল ইসলাম সোহেল শিকদারের বাবা তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন নিজাম শিকদার জানান, তাঁর ছেলেকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে কুমিল্লা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। 
 

Bootstrap Image Preview