Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুর পর মাও চলে গেলেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০২:১৯ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ মা ফাতেমা বেগম (৩০) সোমবার ভোরে মারা যান। এর আগে রবিবার রাতে শিশু সন্তান সাফওয়ান আলী (১০) মারা যায়।

এ ঘটনায় ফাতেমার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫), মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আগুনে ফাতেমা শরীরের ৯৪ শতাংশ পোড়া ছিল।

শনিবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ওই বাসায় এ ঘটনাটি ঘটে। এতে মাসহ তিন সন্তান দগ্ধ হয়। পরে রাত পৌনে ১০টার দিকে চারজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

Bootstrap Image Preview