Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নোয়াখালী সদরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর থেকে রাত ৮টা পর্যন্ত এই ঘটনা ঘটে। 

আহতদের কয়েকজন হলেন- মাদ্রাসার ছাত্র জাহিদ (১৮),কলেজ ছাত্র সাইফুর ইসলাম (১৮), নুরুজ্জামান (১৫), পলাশ (১৪), নির্মল দাস (২৫) ও আবদুল মান্নান (৭০) প্রমুখ। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে মাইজদী নুতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিএডিসি ভবন পর্যন্ত একটি পাগলা কুকুর এলোপাতাড়ি পথচারীদের কামড়াতে থাকে। এই সময় আতংকে দৌড়াতে থাকে লোকজন। এক পর্যায়ে কিছু লোক জড়ো হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

এই বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, কুকুরের কামড়ে আহত ৩০ জনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। তাই রোগীদেরকে জলাতঙ্ক রোগের প্রতিশেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview