Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনন্ত জলিলের ৫৭ লাখ টাকা নিয়ে উধাও ড্রাইভার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে তার নিজ প্রতিষ্ঠান এজে আই গ্রুপের অ্যাকাউন্ট কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়িচালক মোহাম্মদ শহীদ বিশ্বাস। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

অনন্ত জলিল ফেসবুকে লিখেন, ‘ড্রাইভার মো. শহিদ মিয়া ফ্যাক্টরির গ্যাস বিল ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ফ্যাক্টরির অ্যাকাউন্টেন্ট মো. জহির তার সঙ্গে ছিল। জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকেছিল এবং গাড়িতে রাখা টাকাগুলো সাবধানে দেখে রাখতে বলেছে চালককে। জহির ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়।’

আজ রবিবার বিকেলে সাভার মডেল থানায় এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অনন্ত জলিলের প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তা জাহিদুল হাসান মীর। সঙ্গে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আসাদুল ইসলামও। এ জে আই গ্রুপের পক্ষ হয়ে মামলাটি দায়ের করেন তারা।

মামলার অভিযোগে বলা হয়, আজ বেলা আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের পরিচালক জাহানারা বেগমের কাছ থেকে কোম্পানির গ্যাস বিল পরিশোধ করার জন্য নগদ ৫৩ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে বের হন অ্যাকাউন্টের কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়িচালক শহীদ বিশ্বাস। কিন্তু বেলা ২টার দিকে ওই দুই কর্মকর্তা সাভার থানা রোড়ের সামনে গাড়িটি ফেলে পালিয়ে যান। ওই দুই কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন তারা। এ ঘটনায় মালিক পক্ষের হয়ে সাভার মডেল থানায় প্রতারণা ও টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার- ৩৪, তারিখ- ৭/০৪/২০১৯।

অনন্তর প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, ‘আমি এখন (বিকাল সাড়ে ৫টা) সাভার থানায় আছি। মামলা দায়ের করেছি। আর অ্যাকাউন্টের কর্মকর্তা জহির সাহেবকে ডিবি আটক করেছে। কিন্তু ড্রাইভারকে ট্রেস করা যায়নি।’

Bootstrap Image Preview