Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিয়ম ভেঙে নিজ অফিস কক্ষে এসি লাগালেন ইউএনও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৬:৩৫ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৬:৩৫ PM

bdmorning Image Preview


সরকারি বিধি অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) তাদের অফিস কক্ষে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করতে পারবেন না। তবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইউএনও আবুল লাইছ এর ব্যতিক্রম। তিনি সরকারী নিয়মকে তোয়াক্কা না করে অফিস কক্ষে এসি লাগিয়েছেন।

কুলাউড়ার এ ইউএনও গেল বছরের নভেম্বর মাসের ১ তারিখে কুলাউড়ায় যোগদান করেন। তিনি সুনামগঞ্জ জেলার জগনাথপুর উপজেলার বাসিন্দা। সর্বশেষ ২০১৭ পদোন্নতি পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও পদে দায়িত্ব পালনের পর কুলাউড়া ইউএনও হিসাবে যোগদান করেন।

সরকারি চাকরি বিধি অনুযায়ী সর্বনিন্ম উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাগণ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করতে পারবেন।

এ ব্যাপারে কুলাউড়ার ইউএনও আবুল লাইছের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার কিছু জানার থাকলে অফিসে এসে জানুন।’

এ বিষয়ে এক অতিরিক্ত সচিব সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের ইউএনও এসি ব্যবহার করতে পারেন না।’

Bootstrap Image Preview