Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে চলতি অর্থবছরে খাদ্যপণ্যের দাম কম থাকবে: এডিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০২:৪৮ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০২:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশে গত বছর মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৮ শতাংশ। এই হার চলতি অর্থবছরে দশমিক ৩ শতাংশ কমে ৫ দশমিক ৫ শতাংশে অবস্থান করবে। তবে আগামী বছর অর্থাৎ ২০২০ সালে তা আবারও ৫ দশমিক ৮ শতাংশে উন্নীত হবে।

এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক-২০১৯ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে মূল্যস্ফীতির এই পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

সংস্থাটি বলছে, ফসলের ভালো ফলন এবং বিশ্ববাজারে খাদ্য ও তেলের দাম কম থাকার কারণে বাংলাদেশেও তার প্রভাব পড়বে। ২০১৯ সালে মূল্যস্ফীতির হার হবে ৫ দশমিক ৫ শতাংশ।

ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫ শতাংশে নেমেছে, গতবছরের একই সময়ের চেয়ে যা দশমিক ৩ শতাংশ কম। 

তবে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের দামের সমন্বয় এবং সম্ভাব্য টাকার মান কমে যাওয়ায় এই হার ২০২০ সালে গিয়ে আবারও ঠেকতে পারে ৫ দশমিক ৮ শতাংশে।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

যেখানে চলতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয় সংস্থাটি।

আরও বলা হয়, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ২০২০ সালে ৮ শতাংশ স্থিতিশীল থাকবে। ভুটানের জিডিপি শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ শতাংশ, ভারতের জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ, পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধি শূন্য দশমিক ৩ শতাংশ কমবে।  

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। আউটলুকের মূল অংশ তুলে ধরেন এডিবির সিনিয়র অর্থনীতিবিদ সুন চান হং। 

Bootstrap Image Preview