Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি ‘রাজনৈতিক’: খন্দকার মাহবুব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০২:২৯ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়ায় বিষয়টি ‘রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’ বলে মন্তব্য করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আজ রোববার কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন বহালের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, ‘আমি বারবার বলেছি, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দেবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি, চিকিৎসার জন্য প্যারোল যায়।’

রাজনৈতিক অঙ্গনে প্যারোলে যাওয়া প্রায়ই দেখা যায় জানিয়ে এই আইনজীবী বলেন, ‘আমাদের দেশে, ভারতে ও পাকিস্তানে প্যারোলে মুক্তির পাওয়ার অনেক নজির আছে। আমরা চাই তাকে আইনগতভাবে মুক্তি দেওয়া হোক।’

জামিন বহালের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, ‘সরকারের আবেদন ডিসমিসড করে জামিন বহাল রেখেছেন। সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় জামিন কঠিন হবে। এখনো তার দুটি মামলা পেন্ডিং আছে। তবে এর মধ্যে আর কোনো মামলা না দিলে ওই দুটি (জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট) মামলায় জামিন পেলে তিনি জেল থেকে বের হবেন।’

এ সময় খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করা হয়নি বলে জানান তার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন।

Bootstrap Image Preview