Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেলি সামাদকে মূল্যায়নের সময় এসেছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এফডিসি থেকে
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০২:২৭ PM

bdmorning Image Preview


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী ও বরেণ্য অভিনেতা চলচ্চিত্র টেলি সামাদের কাজের মূল্যায়ন করার সময় এসেছে। তার জীবদ্দশায় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি এ কথা বলেন।

আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) বরেণ্য অভিনেতা টেলি সামাদের নামাজে জানাজার পরে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, টেলি সামাদ ছিলেন কালজয়ী অভিনয় শিল্পী। তার মৃত্যু আমাদের সংস্কৃতি জগতকে বিশাল একটা ধাক্কা দিয়েছে। তিনি যে মানের ও গুণের শিল্পী ছিলেন সেই মানের শিল্পী গড়ে উঠতে অনেক সময়ের প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, অনেকের কাজ নিয়ে তার জীবদ্দশায় মূল্যায়ন করা হয় না। কিন্তু মৃত্যুর পর হলেও সেটি মূল্যায়ন করা হয়। পুরস্কৃত করা হয়। তাই টেলি সামাদের কাজের মূল্যায়নের সময় এখন এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যসচিব আব্দুল মালেক, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর পাঠান ফারুক, আলমগীর, জায়েদ খান, চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা অমিত হাসান, সম্রাট, আলীরাজ, চিত্রনায়িকা অঞ্জনা, নাসরিন, সঙ্গীতশিল্পী ফকির আলমগীর।

জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মুন্সিগঞ্জে, তার নিজ গ্রাম নয়াগাঁওতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।

এর আগে শনিবার (০৬ এপ্রিল) বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ এশা পশ্চিম রাজারবাজার মসজিদ এবং রাত সাড়ে ১০টায় মগবাজারের দিলু রোডে টেলি সামাদের তৃতীয় জানাজা হয়। দুপুর ১২টা ২৬ মিনিটে এফডিসিতে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার (০৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে বর্ষীয়ান এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Bootstrap Image Preview