Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফ্রিকিকে রোনালদোকে তাড়া করছেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০১:১৮ PM

bdmorning Image Preview


গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবল শাসন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। নিত্যদিন নতুন রেকর্ড গড়ছেন এবং ভাঙছেন। স্কিল, গোল, অ্যাসিস্ট-সহ অনেক কিছুতেই পারদর্শী তাঁরা। তবে একই সঙ্গে তাঁদের ফ্রিকিক গোলও দেখার মতো।

ফ্রিকিকে প্রচুর গোল করেছেন তাঁরা। এখনও পর্যন্ত দেশের জার্সি এবং ক্লাব ফুটবল মিলিয়ে রোনালদো ফ্রিকিক গোল রয়েছে ৫৩টি। তবে চলতি মৌসুমে নতুন ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার পর ক্রমাগত গোল করলেও, ফ্রিকিকে গোল পাননি রোনালদো।

অন্যদিকে দেশের জার্সি এবং ক্লাব ফুটবল মিলিয়ে মেসির ফ্রিকিক গোল রয়েছে ৪৭টি। পরিসংখ্যানের দিক দিয়ে রোনালদো এগিয়ে থাকলেও, মেসি ব্যবধান অনেকটাই কমিয়েছেন। বার্সেলোনা জার্সিতে প্রায় সব ফ্রিকিকই মেসি নেন।

অন্য দিকে রোনালদো রিয়ালে থাকাকালীন তাঁর প্রাক্তন সতীর্থ গ্যারেথ বেলও ফ্রিকিক নিতেন। বর্তমানে জুভেন্তাসে বেশিরভাগ ফ্রিকিক নেন রোনালদোর সঙ্গী মিরালেম পিয়ানেক। ফলে সেই দিক দিয়ে কিছুটা পিছিয়ে রোনালদো।

বার্সেলোনা জার্সিতে মেসির ফ্রিকিকে গোল ৪১। আর্জেন্টিনার জার্সিতে ৬টি।

অন্য দিকে ম্যানইউ জার্সিতে ১৩টি, রিয়াল মাদ্রিদ জার্সিতে ৩২ এবং পর্তুগাল জার্সিতে ৮টি ফ্রিকিক গোল রয়েছে রোনালদোর।

Bootstrap Image Preview